• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত


ঢামেক প্রতিনিধি জুন ৬, ২০১৬, ০৯:৩৫ পিএম
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় মুখলেসি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বিপুল হাওলাদার (৫৩) নিহত হয়েছেন। একই ঘটনায় রাকিব নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রও আহত হয়েছে। আহত রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে মিরপুরের আলোকদী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে।

স্কুলশিক্ষিকা ইয়াসমিন জানান, বিকেল ৪টার দিকে স্কুলে কোচিং ক্লাস চলছিল। ওই সময় বৃষ্টি হওয়ায় দোতলা স্কুল ভবনের ছাদে পানি জমে যায়। প্রধান শিক্ষক বিপুল হাওলাদার ছাদে উঠে জমে থাকা পানি সরানোর কাজ করছিলেন। রাকিবও পিছু পিছু ছাদে ওঠে। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তবে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা তিনি জানেন না।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক বিপুল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!