• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


এম সুজন আকন, স্পেশাল করেসপন্ডেন্ট সেপ্টেম্বর ১২, ২০১৮, ১০:৫৬ এএম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। ৫.৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ভারতের আসাম। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ সময় রাজধানীর বিভিন্ন এলাকার বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন। অনেকে ছুটোছুটি করে ভবন থেকে বাইরে এসে সড়কে অবস্থান নেন। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব ভারতের আসামে। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!