• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজপতি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৬, ১০:৪০ পিএম
রাজপতি

মোমিন মেহেদী


আদরের গভীর তাকে সঙ্গী করে এগিয়ে চলে রোজ; আমাদের
সাতপাকে বাঁধা থাকে রোদ। রোদেলা মায়ায় হাসে
হাওয়াইন গিটারের সুর; দূর থেকে কাছে টানে টুনটুনি স্মৃতি।
বৃষ্টির বুকে আঁকে অজস্র চুমু। চুমোয় চুমোয় ভরে
ভালোবাসা ভোর। কান্নারা কষ্টের নোনাজলে ভেসে যায়
অবারিত স্নেহে; সোহাগের ফুল ফোটে সাময়িক সুখে।
ফুলগুলো গতকাল আনকোড়া হাতে ছিল; আজ
আর নেই।
যোগ্যতা লুফে নেয় বাসরের স্বাদ। আর্থিক
উদ্রতা পায়ে দলে বিবেকবালিকা; বালিকার চোখে
শুধু শুদ্ধতা,মুগ্ধতা অর্থের মায়া নেই
আর্তের ছায়া নেই
বালিকা পাশে
বিবেকবালিকা প্রেম; প্রেমজ ছোঁয়ায় বোধ; বোধনের
আশাবাদী; শান্তজ ভাষাবাদী সাহসের পালকিতে চড়তেই
খুব ভালোবাসে।
ভালোবাসা ভয়ে নয় জয়ে চলে প্রতিদিন
প্রান্তিক প্রনয়ে...


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!