• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিভিউ করবেন মীর কাসেম


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৬, ০৩:৪০ পিএম
রিভিউ করবেন মীর কাসেম

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা  মীর কাসেম আলীর আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার মীর আহম্মদ বিন কাসেম।

সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মীর কাসেম আলীর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

আহম্মদ বিন কাসেম বলেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাইনি। পূর্ণাঙ্গ অনুলিপি পেলেই রিভিউ পিটিশন দাখিল করব।

তিনি জানান, রিভিউ পিটিশন দাখিলের পর শুনানির জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নেব।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। রায়ের প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একই ধরণের কথা বলেছেন।

তিনি বলেন মীর কাসেম আলী এখন থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবেন। রিভিউতে যে দণ্ড বহাল থাকবে সেটিই হবে তার চূড়ান্ত রায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!