• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেসিপি : মাশরুম সালাদ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৬, ০২:৪৪ পিএম
রেসিপি : মাশরুম সালাদ

সোনালীনিউজ ডেস্ক

গরমে সালাদ তো খাবারের সাথে একেবারে অপরিহার্য। সাধারণত শসা, টমেটো দিয়ে সালাদ তৈরি করা হলেও সালাদে ভিন্নতা আনতে আরও নানান কিছু দিয়ে সালাদ তৈরি করা যায়। জেনে নিন সম্পূর্ণ নতুন ধরণের সালাদের একটি রেসিপি।

বাজার থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরণের মাশরুম কুচি নিয়ে আসুন ১ কাপ। সাথে বড় দেখে ১টি ক্যাপসিকাম দিন কুচি করে। এবার পেয়াজ মিহি কুচি নিন ১ টেবিল চামচ এবং টমেটো সস ও তেল নিন ২ টেবিল চামচ করে। এরপর রসুন মিহি কুচি ও লেবুর রস নিন ১ চা চামচ। সাথে দিন গোলমরিচের গুঁড়ো ১ চিমটি এবং লেটুস পাতা ও লবন পরিমাণ মত।

সালাদ তৈরি করতে প্রথমে একটি ননস্টিক প্যানে অল্প একটু তেল নিয়ে পেয়াজ ও রসুন কুচি হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর প্যানে মাশরুম ও ক্যাপসিকাম দিয়ে দিন। কিছুক্ষণ ভাজুন। এরপর লেবুর রসটুকু ছাড়া বাকি সবকিছু প্যানে ঢেলে মাশরুম আর ক্যাপসিকাম সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। মাশরুম আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে এনে লেবুর রস দিয়ে দিন। ব্যস, হয়ে গেলো আপনার নতুন রেসিপির সালাদ। পরিবেশনের সময় লেটুস পাতা, শসাকুচি দিয়ে আপনার মনের মতো সাজিয়ে নিতে পারেন।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!