• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সাহায্য করা ঈমানি দায়িত্ব


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০২:২১ পিএম
রোহিঙ্গাদের সাহায্য করা ঈমানি দায়িত্ব

ঢাকা : রোহিঙ্গারা আমাদের ভাই-বোন। নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুম। তাদের সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব, বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। বুধবার (১৩ সেপ্টেম্বর) রোহিঙ্গা ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আহমদ শফী।

বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন,মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড চালাচ্ছে। নির্যাতিত মুসলিম মা-বোনদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রাষ্ট্র ও জনগণের নৈতিক কর্তব্য।

সরকারের উদ্দেশে হেফাজতের আমির বলেন, আপনারা সোচ্চার হোন, ক‚টনৈতিক চাপ প্রয়োগ করুন। মানবতার শত্র“দের মোকাবিলায় বিশ্ব মুসলিম নেতারা ও রাষ্ট্রগুলোকে শামিল করুন। দেশের জনসাধার এ ব্যাপারে ঐক্যমত পোষণ করবে।

জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভ‚মিকা রাখার আহ্বান জানিয়ে আহমদ শফী বলেন,মুসলমান হওয়াটাই কি আরাকানের নির্যাতিত নাগরিকদের অপরাধ। অং সান সুচির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!