• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ ক্যাম্পে বোমা হামলা, অর্ধশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৬, ০৫:০০ পিএম
লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ ক্যাম্পে বোমা হামলা, অর্ধশ

সোনালীনিউজ ডেস্ক
লিবিয়ায় জেলেতন অঞ্চলের এক পুলিশ প্রশিক্ষণ ক্যাম্পে ট্রাক বোমা হামলায় ৪০ জনের বেশি নিহত হয়েছেন। আল-জাহফাল ট্রেনিং ক্যাম্পে এই হামলা হয়।
বিবিসি তার প্রতিবেদনে লিবিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, ২০১১ সাল থেকে লিবিয়া সরকার বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আর এই সুযোগে সেখানে ঘাঁটি গেড়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ট্রেনিং ক্যাম্পে হওয়া এই হামলায় ৫০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি দেশটির সরকারি সংস্থাগুলো। জানা যায়, প্রচন্ড বিস্ফোরণের শব্দ প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মিসরাতা শহরেও শোনা গিয়েছিল।
লিবিয়ায় অবস্থিত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন কোবলার জানান, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল।
অন্যদিকে লিবিয়ার আল-নাবা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ত্রিপলি ও মিসরাতা শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিবিসি।

Wordbridge School
Link copied!