• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াছমিনের শপথগ্রহণ


ফরহাদ খান, নড়াইল জুন ১৪, ২০১৮, ০৫:৪৮ পিএম
লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াছমিনের শপথগ্রহণ

নড়াইল : জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে বিজয়ী নীনা ইয়াছমিন শপথগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৪ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নীনা শপথগ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী বনি আমিন, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন প্রমুখ।

নবনির্বাচিত চেয়ারম্যান নীনা ইয়াছমিন বলেন, আমার স্বামীর অসামপ্ত কাজগুলো সম্পন্ন করে এলাকার আরো উন্নয়ন করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে, ওইদিন (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দিঘলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নীনা ইয়াছমিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান।

গত ১৫ মে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ত্রাসী হামলায় নিহত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াছমিন নৌকা প্রতীকে ৫ হাজার ৫৬৫ ভোটে বিজয়ী হন। লোহাগড়া উপজেলা আ. লীগের শ্রম বিষয়ক সম্পাদক দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!