• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লো-স্কোরিং ম্যাচে গাজীর জয়


স্পোর্টস রিপোর্টার মে ৩১, ২০১৬, ১০:০৮ এএম
লো-স্কোরিং ম্যাচে গাজীর জয়

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লো-স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪৩ রানে হারিয়েছে অলোক কাপালির দলটি।

সোমবার আসরের নবম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করে গাজী ৩৫.২ ওভারে ১৬৭ রান তুলে অলআউট হয়। জবাবে, সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে গাজীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০.১ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস, তুষার ইমরানদের নিয়ে সাজানো ব্রাদার্স।

এ ম্যাচে জয়ের ফলে ৯ ম্যাচ খেলা গাজী ৫ জয় আর ৪ পরাজয় নিয়ে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। অপরদিকে, সমান ম্যাচ খেলা ব্রাদার্সের ৫ পরাজয় আর ৪ জয়ে অর্জন ৮ পয়েন্ট।
গাজীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। আরেক ওপেনার শামসুর রহমানের ব্যাট থেকে আসে ২৮ রান। ওপেনিংয়ে তারা ৭০ রান যোগ করেন। ফারুক হোসেন ২৯ রানে অপরাজিত থাকেন। মিডল অর্ডারের ব্যর্থতার দিনে গাজীর হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ২৬ রান করেন মোহাম্মদ শরীফ।

ব্রাদার্সের হয়ে তুষার ইমরান চারটি, ইফতেখার সাজ্জাদ তিনটি উইকেট দখল করেন। ১৬৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ওপেনার শাহরিয়ার নাফিস ৮, ইমরুল কায়েস ১৩ রানে বিদায় নেন। তিন নম্বরে নেমে দলপতি তুষার ইমরান করেন ইনিংস সর্বোচ্চ ৪১ রান। এছাড়া, জাকির হাসান ১৯, ইফতেখার সাজ্জাদ ১২, আরমান হোসেন ১৪ আর আসিফ হাসান ১১ রান করেন।

গাজীর হয়ে ১০ ওভারে ১৬ রান খরচায় চারটি উইকেট নেন মেহেদি হাসান। দুটি করে উইকেট পান গুরকীরাত সিং, অলোক কাপালি আর সালেহিন শাদ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!