• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শচীনের চেয়ে কোহলি এগিয়ে বললেন ওয়ার্ন


ক্রীড়া ডেস্ক মে ১৪, ২০১৮, ১১:০২ পিএম
শচীনের চেয়ে কোহলি এগিয়ে বললেন ওয়ার্ন

ফাইল ফটো

ঢাকা: শচীন টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির কোনও তুলনা চলে না। যখন খেলেছেন তখন শচীনই ছিলেন সেরাদের সেরা। তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বি ছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন। প্রতিদ্বন্দ্বি ভুলে এখন দু’জনেই ভালো বন্ধু।

সেই ওয়ার্ন যখন শচীনকে নিয়ে সংবাদমাধ্যমে কোনও কথা বলেন সেটি যথেষ্টই গুরুত্ব পেয়ে থাকে। একটা জায়গায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে শচীনের চেয়ে এগিয়ে রাখছেন অসি কিংবদন্তি। তাঁর ভাষ্যমতে, তাড়া করতে নেমে কোহলি যে গতিতে এগিয়ে চলেছেন, শচীনের সঙ্গে সে বিষয়ে কোহলির কোনও তুলনা চলে না।  তাই শচীনের চেয়ে  চেজমাস্টার হিসেবে কোহলিকে এগিয়ে রাখতে চান ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপবিজয়ী ওয়ার্ন বলেছেন, ‘রান তাড়া করতে নেমে কোহলির পরিসংখ্যান একবার চোখ বুলিয়ে দেখুন। ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করে কোহলির সেঞ্চুরি করার নজির সত্যিই ঈর্ষণীয়। সেই কীর্তি শচীনও করে দেখাতে পারতেন না বলেই মনে করি।’

ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দুই নম্বরে রয়েছেন কোহলি। ২০০ ইনিংসে ভারত অধিনায়কের সংগ্রহ ৩৫টি সেঞ্চুরি। যার মধ্যে রান তাড়া করতে নেমে কোহলির সেঞ্চুরির সংখ্যা ২১টি। এর মধ্যে ১৯ বার জয়ের মুখ দেখেছে ভারত। অন্যদিকে শচীন তাঁর ওয়ানড ক্যারিয়ারে রান তাড়া করতে নেমে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে ১৪ বার জয় পেয়েছে ভারত।

ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শচীন। ৪৫২টি ইনিংস খেলে ৪৯টি সেঞ্চুরি করার নজির রয়েছে মাস্টার ব্লাস্টারের। শচীনের সেই রেকর্ড সেঞ্চুরি কোহলি আর ১৪টি সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!