• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শামসুদ্দিনসহ চার রাজাকারের ফাঁসি


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০১৬, ১২:৫৩ পিএম
শামসুদ্দিনসহ চার রাজাকারের ফাঁসি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই সহোদর অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাকি দুইজন হচ্ছেন রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন।  আজহারুল ইসলামকে আমৃত কারাদন্ড দেয়া হয়েছে।

একই মামলার ওই পাঁচ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন শামসুদ্দিন আহমেদ। বাকি চারজন পলাতক।

আজ মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধ মামলার ২৩তম এ রায় ঘোষণা করেন  চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ/এমটিআই

Wordbridge School
Link copied!