• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শার্শায় কাজীর কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০৯:৫৮ পিএম
শার্শায় কাজীর কারাদণ্ড

বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় বাল্য বিয়ে পড়ানো ও ভুয়া কাবিননামা ব্যবহারের অভিযোগে কাজী মহসীন আলীকে (৫০) একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ দণ্ডাদেশ দেন। তিনি শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে এবং টেংরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ইউএনও কায়বা বাজার থেকে ওই রেজিস্ট্রারকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬৩টির ভুয়া কাবিননামা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে বাল্যবিবাহ ও ভুয়া কাবিননামার মাধ্যমে অর্থের বিনিময়ে অসংখ্য বিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার মন্ডল বলেন, শুক্রবার দুপুরে তাকে যশোর জেল হাজতে পাঠানো হবে।  

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!