• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট জব্দ


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০১৬, ১২:৫১ পিএম
শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা সমমূল্যের ৪ লাখ ৯ হাজার ৬০০ বিদেশি সিগারেটের শলাকা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। 

রোববার সকালের দিকে বিমানবন্দরের এয়ারওয়ে ফ্রেইট ইউনিটের ১ নম্বর গেটের ভেতর থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মঈনুল হক সোনালীনিউজকে জানান, ৭১০ কেজি ওজনের ২ টি ক্যারেটে ‘জো ব্ল্যাক’ ব্রান্ডের সিগারেটগুলো লুকানো অবস্থায় ছিল। ক্যারেটে ৩২ টি মাস্টার কার্টনে ২৫৬০ মিনি কার্টন ছিল। চলতি বছরের ২৬ এপ্রিল মালয়েশিয়ার কুলালামপুর থেকে বিজি ০৮৭ নম্বর ফ্লাইটে করে সিগারেটের চালানটি ঢাকায় আনা হয়। চালানটির গায়ে এডব্লিউ নম্বর ৯৯৭৬৪০৬৪০৯২ এবং আমদানিকারক শাবিদ এন্টাপ্রাইজ, রোড-১০, বাড়ি-২৪, ডিআইটি, ঢাকা লেখা ছিল। তবে খোঁজ নিয়ে জানা যায় ঠিকানাটি ভূয়া। মিথ্যা তথ্য ব্যবহার করে চালানটি আনা হয়েছে।

মঈনুল হক জানান, এসব সিগারেটের উপর প্রায় ৬৯১ শতাংশ শুল্ক প্রযোজ্য। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনালীনিউজ ডটকম/এসকে 
 

Wordbridge School
Link copied!