• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০১৮, ০৯:০৭ পিএম
শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কোটি ১৫ লাখ টাকা সমশূল্যের ১২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ২২টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় আটক করা হয়েছে আরশাদ আয়াজ আহমেদ নামের একজন ভারতীয় নাগরিক।

বুধবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এসব স্বর্ণ উদ্ধারসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক যাত্রীর বয়স ৪৬। তার বাড়ি কলকাতার পশ্চিমবঙ্গে।

ঢাকা কাস্টমস হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, রাতে ব্যাংকক থেকে ছেড়ে আসা থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট (নম্বর টিজি-৩৩৯) শাহজালাল বিমানবন্দরের ৯নম্বর বোর্ডিং ব্রিজে যাত্রী নামানোর উদ্দেশ্যে সংযুক্ত হয়। ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের পর আরশাদকে আটক করে কাস্মস কর্মকর্তারা। স্বর্ণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরশাদ অস্বীকার করেন।

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে যাত্রীর কোমরে লুকায়িত সাদা স্কচটেপে মোড়ানো ২২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১২ কেজি ৩শ’ গ্রাম। আনুমানিক মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।

অথেলো চৌধুরী বলেন, আটক যাত্রীকে থানায় সোপর্দ করার পাশাপাশি শুল্ক ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!