• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘শিরোপার দাবিদার যুক্তরাষ্ট্র আর মেক্সিকোও’


স্পোর্টস ডেস্ক জুন ৪, ২০১৬, ০৭:২৮ পিএম
‘শিরোপার দাবিদার যুক্তরাষ্ট্র আর মেক্সিকোও’

স্বাগতিক যুক্তরাষ্ট্র আর উত্তর আমেরিকার সেরা দল মেক্সিকোও কোপা আমেরিকার শিরোপা জিততে পারে বলে মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকার শতবর্ষী আসরের অন্যতম ‘ফেভারিট’ প্রতিযোগিতাটির ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা লড়াইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি আর কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫টি শিরোপা জয়ী উরুগুয়েও। ‘অনভিজ্ঞ’ দল নিয়ে এলেও আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বরাবরই ‘ফেভারিট’।

বার্সেলোনার ২৮ বছর বয়সী তারকা ফরোয়ার্ড মেসি বলেন, “কাপ জয়ের ফেভারিট? যুক্তরাষ্ট্রে আর মেক্সিকোর উপস্থিতি লড়াইটা জমিয়ে দিয়েছে। তারাও দাবিদার, কেবল স্থানীয় বলেই নয়, তাদের যে মান আছে সেদিক থেকেও।

স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার কোপা আমেরিকার বিশেষ আসর শুরু করবে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।

মেসি বলেন, নতুন সব দল, নতুন মাঠ; সব দিক থেকে এটা আলাদা হবে। স্টেডিয়ামগুলো অসাধারণ হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!