• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু রবিউল হত্যা : ঘাতক মিরাজের ফাঁসি


বরগুনা প্রতিনিধি মে ৩১, ২০১৬, ০৪:৪৮ পিএম
শিশু রবিউল হত্যা : ঘাতক মিরাজের ফাঁসি

বরগুনায় শিশু রবিউল (১১) হত্যা মামলার একমাত্র আসামি ঘাতক মিরাজকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রবিউলের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৩১ মে) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ হোসেন (৪৫) সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের বাসিন্দা।
 
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে খালে পেতে রাখা জালের মাছ চুরির অভিযোগ তুলে ছোট আমখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে রবিউলকে (১০) পিটিয়ে হত্যা করে তার লাশ পাশের খালে ফেলে রাখেন আসামি মিরাজ। পরদিন বিকালে লকরার খালে রবিউলের লাশ পাওয়া যায়।
 
ওই ঘটনায় ৫ আগস্ট রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় মিরাজকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। ওই দিনই মিরাজকে গ্রেফতার করে পুলিশ। ৬ আগস্ট মিরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৩ আগস্ট মিরাজকে একমাত্র আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় রবিউলের বাবা-মা, পুলিশ, চিকিৎসক এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ মোট ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!