• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোনানো হলো মৃত্যু পরোয়ানা


গাজীপুর প্রতিনিধি জুন ৭, ২০১৬, ০৯:৪৫ এএম
শোনানো হলো মৃত্যু পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানার কপি পড়ে শুনানো হয়েছে। মঙ্গলবার সকালে মীর কাসেম আলীকে ওই কপি পড়ে শোনান কারাকর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, সকাল ৭টার দিকে মীর কাসেম আলীকে মৃত্যুর পরোয়ানার কপি পড়ে শুনানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তার মৃত্যুর পরোয়ানার কপি কারাগারে পৌঁছে।

সোমবার সন্ধ্যায় মীর কাসেম আলীর ফাঁসির পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষর করেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি। এরপরই তার মৃত্যু পরয়োনা জারি করা হয়। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মীর কাসেম আলীর রায়ের ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!