• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে সেরাটা দিয়েই হারাতে চান মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০১৮, ০৭:১৭ পিএম
শ্রীলঙ্কাকে সেরাটা দিয়েই হারাতে চান মাহমুদউল্লাহ

ফাইল ছবি

ঢাকা: এশিয়া কাপ শুরু হতে বেশি দেরি নেই। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সংযুক্ত আরব আমিরাতের দিকে। দুবাই এবং আবুধাবিতে হবে এশিয়া কাপের ম্যাচগুলো। বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে প্রথম দিনেই।  ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে মাশরাফিরা।

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে মাহমুদউল্লাহর স্মৃতিতে ফিরে আসছে নিদাহাস ট্রফির কথা। যেখানে অল্পের জন্য বাংলাদেশ দল ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে দু’বার হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সেই স্মৃতি হাতড়িয়ে দুবাইয়ে মাহমুদউল্লাহ বলেছেন,‘ কয়েক মাস আগে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দারুণ কিছু স্মৃতি ছিল। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এবং তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। আমরা দেশে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি ভালো কিছুই হবে।’

দলীয় লক্ষ্যের কথা বলার পাশাপাশি মাহমুদউল্লাহ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত লক্ষ্যের কথাও,‘ ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করব। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরো বেড়ে যায় যদি দল জেতে। ব্যাপারটা সহজভাবে দেখতে চাই এবং যতটা সম্ভব ভালো করতে চাই। সত্যি বলতে সবগুলো দলই এখন ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি দলই গুরুত্বপূর্ণ। স্বস্তিতে থাকার সুযোগ নেই। আর আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। এতে করে প্রথম পর্বে ভালো কিছু করতে পারব।’

আমিরাতে খুব একটা খেলেনা বাংলাদেশ। দু-চারজন এখানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। তাই কণ্ডিশন বাংলাদেশ দলের কাছে অজানাই। মাহমুদউল্লাহ বলছেন, ‘এই মুহূর্তে এখানকার আবহাওয়ায় আর্দ্রতা অনেক বেশি। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এর সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। কন্ডিশনের ব্যাপারটা ইতিবাচকভাবে নিতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!