• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সততার সঙ্গে ব্যবসা করা উচিত’


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৬, ০৭:৫৫ পিএম
‘সততার সঙ্গে ব্যবসা করা উচিত’

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, ‘সকলের সততার সঙ্গে ব্যবসা করা উচিৎ। গুণগত মানসম্পন্ন সেবা দেওয়া ব্যবসায়ীদের দায়িত্ব।’

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় এয়ারপোর্ট রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, ‘সকলের সততার সঙ্গে ব্যবসা করা উচিত। প্রতিটি রেস্টুরেন্টের উচিত গ্রাহকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। পৃথিবীর অন্যান্য দেশের রেস্টুরেন্টে খাবারের মান নিশ্চিত করতে পর্যবেক্ষণ হয়।’

এ সময় বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি নূর মোহাম্মদ বলেন, ‘ক্রেতা-গ্রাহকরা নিরাপদ ও গুণগত সেবা পাচ্ছে কি না সেটি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা থাকা উচিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সহ সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান, প্রতিষ্ঠানটির পরিচালক লুৎফর রহমান, মাহফুজুর রহমান, বিমান শ্রমিক লীগের সভাপতি মো. মশিকুর রহমান, মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবির, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ  

Wordbridge School
Link copied!