• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্তান ধারনে অারও ৩০ বছর বিধিনিষেধ  চীনে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৬, ০৬:৪৮ পিএম
সন্তান ধারনে অারও ৩০ বছর বিধিনিষেধ  চীনে

সোনালীনিউজ ডেস্ক

চীনে সন্তান নেয়ায় ক্ষেত্রে আরও ৩০ বছর বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছেন দেশটির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা।

দেশটিতে কর্মক্ষম মানুষের তুলনায় বয়স্কদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই এই বিধিনিষেধের সিদ্ধান্তের কথা জানানো হলো।
 
উল্লেখ্য,চীনে গত বছরই এক সন্তান নীতি শিথিল করার ঘোষণা দিয়েছিল দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০১৬ সালের শুরু থেকেই প্রত্যেক দম্পতি সর্বোচ্চ দুইটি সন্তান নেয়ার সুযোগ পাবে । দেশটিতে বিশাল জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে বহু বছর
ধরে এক সন্তান নীতি চালু রয়েছে।
 
এক পরিসংখ্যানে দেখা গেছে,২০৫০ সালে চীনের জনসংখ্যা ১৪৫ কোটি ছাড়িয়ে যাবে। কঠোরভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার ফল হিসেবে সেসময় প্রতি তিন জনের মধ্যে এক জনের বয়স ৬০ বছরের বেশি হবে। বয়স্ক ও নির্ভরশীলদের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

Wordbridge School
Link copied!