• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমগ্র দেশকে কারাগারে পরিণত করা হয়েছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৬, ০৭:৫৮ পিএম
সমগ্র দেশকে কারাগারে পরিণত করা হয়েছে: ফখরুল

সোনালীনিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা ও বানোয়াট মামলায় দলের নেতাকর্মীদের কারাগারে নেয়ার মাধ্যমে সমগ্র দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। এ কারাগার ভাঙতে হবে। পিছু হটবার কোনো সুযোগ নেই।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে বিএনপি।

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কর্মের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। অথচ সেই মহান নেতাকেই আজ খলনায়কে পরিণত করার চক্রান্ত চলছে। শুধু তাই নয় শেরে বাংলা নগর থেকে তার সমাধি সরানোর চক্রান্তও চলছে। তাতে কিছু যায় আসে না। কারণ তিনি মানুষের অন্তরে রয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘যে লোকটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেন। পরে একজন সৈনিক এসে গণতন্ত্রকে মুক্ত করে মানুষের মাঝে ছড়িয়ে দেন। সেই জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চক্রান্ত চলছে।’

দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘শুধু রাজনীতি ও বক্তব্য দেয়ার জন্য নয়, সত্যিকার অর্থে জিয়াকে স্মরণ করতে হবে। তার আদর্শকে ধারণ করে কাজ করতে হবে।’

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সব ষড়যন্ত্র ব্যর্থ করে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান।

আলোচনা সভা সঞ্চালন করেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ব্যানারে থাকলেও তিনি আসেননি। এ ব্যাপারে দলের পক্ষ থেকে কিছু বলাও হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!