• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ দেশের জন্য দরকার শান্তি, সুশাসন ও বৈষম্যমুক্তি


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০১৬, ০৭:২৪ পিএম
সমৃদ্ধ দেশের জন্য দরকার শান্তি, সুশাসন ও বৈষম্যমুক্তি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি উৎপাদন বা খুনি-যুদ্ধাপরাধীদের হালাল করার রাজনীতি আর করতে দেয়া হবে না।

রোববার দুপুরে রাজধানীর মিরপুরে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ঢাকা-উত্তরা) আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘মানুষ তৈরির কারখানা বিদ্যাপীঠকে যেমন অর্থ উপার্জনের ব্যবসাকেন্দ্রে পরিণত করা অনুচিত তেমনি রাজনীতিকেও জঙ্গি উৎপাদন বা খুনি-যুদ্ধাপরাধীদের হালাল করার কাজে ব্যবহার করবেন না।’

স্থানীয় সামাজিক নেতা মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির (রানা), জাসদ (মহানগর পশ্চিম) এর সভাপতি নূরুন নবী প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, ‘সমৃদ্ধ দেশের জন্য দরকার শান্তি, সুশাসন ও বৈষম্যমুক্তি। আর তা নিশ্চিত করতে প্রয়োজন বিচারহীনতার অপসংস্কৃতি থেকে মুক্তি। বিচারহীনতার কারণেই একাত্তরে যুদ্ধাপরাধ, পঁচাত্তরে বঙ্গবন্ধুহত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ সশস্ত্র জঙ্গি হামলা ঘটেছে, দেশের বুকে জমেছে স্বৈর-সাম্প্রদায়িকতার জঞ্জাল।’

এ সময় সমবেত শিক্ষার্থীদের মাতা-পিতা ও শিক্ষকের প্রতি জীবনের সবচেয়ে বড় ঋণের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!