• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘সরকারের পতন ঘটবে পলায়নের মাধ্যমে’


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০১৬, ০২:১১ পিএম
‘সরকারের পতন ঘটবে পলায়নের মাধ্যমে’

ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতন কখনো গণতান্ত্রিক পন্থায় হবে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‌‘পলায়নের মাধ্যমে এ দেশ থেকে তাদের পতন ঘটবে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঘুরে দাঁড়াও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিচ্ছেন। এদের বেশিদিন কারাগারে আটাকিয়ে রাখতে পারবেন না। কারাগার তো রাজনীতিবিদদের জন্য। জনগণ তাদের ছাড়িয়ে আনবে। আজ যারা মিথ্যা মামলা দিয়ে গুম-গ্রেপ্তার করছেন, একদিন তাদের ঠিকানা হবে কারাগার।’

খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া চার্জশিট প্রসঙ্গে বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্টের কার্যক্রম একদিন শেষ হবে। যারা মিথ্যা ওয়ারেন্ট দিয়ে জনগণের মনে খালেদা জিয়া সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তারা কোনোদিন সফল হবে না।’

তিনি বলেন, ‘পুলিশ কখনো জনতার রোষ থামাতে পারে না। যত দিন যাচ্ছে এই সরকারের নোংরা রাজনীতি সম্পর্কে জনগণ ততই স্পষ্ট ধারণা লাভ করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য নয়, তৎকালীন সংকট মোকাবিলায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সভাটি আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,স্বাধীনতা ফোরামের সভাপিত আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!