• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ বরাদ্দ পাবে সেতু মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০১৬, ১০:১০ পিএম
সর্বোচ্চ বরাদ্দ পাবে সেতু মন্ত্রণালয়

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আসছে নতুন অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপরে জ্বালানি এবং শিক্ষা খাত। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ জেলা সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
 
অর্থমন্ত্রী বলেন, দু’দিন পরেই (বৃহস্পতিবার) বাজেট। এবারের বাজেটে সবচেয়ে বেশি জোর দেয়া হবে শিক্ষা এবং স্বাস্থ্যখাতকে। তবে অর্থ বরাদ্দের দিক দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাত পেছনে থাকবে। তিনি বলেন, আগামী অর্থবছরে জন্য ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে।
 
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী আগামী ৩৪ মাসের মধ্যে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটার সড়ক নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!