• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহজ কিস্তিতে সেরা ফোন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৬, ১০:৩৪ পিএম
সহজ কিস্তিতে সেরা ফোন

সোনালীনিউজ ডেস্ক
গ্রামীণফোন দেশের মোবাইল বাজারে আনছে তাইওয়ানের স্বনামধন্য প্রতিষ্ঠান এইচটিসির ওয়ান সিরিজের এ৯ ফোন। চলতি মাসের পাঁচ তারিখ থেকে মোবাইলটি দেশের সব গ্রামীণফোন স্টোরে পাওয়া যাবে।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে গ্রামীণফোন ও এইচটিসি যৌথভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানায়।

সেটটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে আছে তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন মার্শম্যালো।

অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসরের সঙ্গে ৬৪ বিট অক্টাকোর প্রসেসর, ৩জিবি র‌্যামের সঙ্গে ৩২ জিবি বিল্ট ইন মেমোরি।

ফোনটিতে ২১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং ৪ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তুলতে পারবেন ঝকঝকে ছবি।

সেটটির মূল্য ৪৪ হাজার ৯০০ টাকা। ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামীণফোন স্টোরে সেটটির প্রি বুকিং নেয়া হবে। প্রথম ১০০ জন প্রি বুকিং গ্রাহকের জন্য রয়েছে একটি ক্যামেরা জেতার সুযোগ। জিপি কানেকশন ব্যবহার করে ৫০০ এমবি ফ্রি ডাটা পাওয়া যাবে। মোবাইলটি কিস্তিতে কেনারও সুযোগ রয়েছে। কিস্তি হবে গ্রামীণফোনের অন্যান্য ফোনের ক্ষেত্রে যেসব সেবা রয়েছে তার মতোই।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!