• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাই ইংওয়েন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৬:১০ পিএম
সাই ইংওয়েন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিরোধীদলের নেতা সাই ইংওয়েন। সাইয়ের নির্বাচিত হওয়াকে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) জন্য বড় বিজয় হিসেবে মনে করা হচ্ছে। দলটি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে।
 
ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন কুওমিনটাং দলের এরিক চু-এর চেয়ে বেশ এগিয়ে রয়েছেন সাই ইংওয়েন। এর মাধ্যমে তাইওয়ানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে ডিপিপি।

ইতিমধ্যে এরিক চু পরাজয় স্বীকার করে নিয়েছেন। গত ৭০ বছর অধিকাংশ সময়ই ক্ষমতায় থেকেছে কুওমিনটাং।
 
চীন মনে করে তাইওয়ান তার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ মাত্র। প্রয়োজনে বলপূর্বক তাইওয়ান দখল করে চীনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!