• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ আটক ১


চট্টগ্রাম প্রতিনিধি জুন ৪, ২০১৬, ০২:১৪ পিএম
সাতকানিয়ায় ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে গোলাগুলি, সংঘর্ষসহ বিভিন্ন সহিংসতার ঘটনা চলছে। এছাড়াও একটি কেন্দ্র থেকে অস্ত্রসহ এমরান আহমেদ নামে বহিরাগত এক ছাত্রলীগকর্মীকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সাতকানিয়াসহ চট্টগ্রামের ৫ উপজেলায় ৪১ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) এ কে এম এমরান ভূঁইয়া জানান, দুই পক্ষে গোলাগুলির কারণে বাজালিয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। আরো কয়েকটি কেন্দ্রে উত্তেজনা চলছে।

তিনি আরো জানান, শনিবার সকাল ১০টার দিকে ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর বোর্ড অফিস কেন্দ্র থেকে দেশীয় তৈরি একটি এলজিসহ এমরানকে আটক করে বিজিবি। আটকের সময় এমরান নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। নগরীর আতুরার ডিপো এলাকায় তার বাসা বলে জানিয়েছে।

বিজিবি এমরানকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের হাতে তুলে দেয়। আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এমরানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। সেখানে তার বিচার হবে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!