• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবধান! স্মার্টফোন ছড়াবে নতুন অসুখ!


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০১৬, ০৪:২৯ এএম
সাবধান! স্মার্টফোন ছড়াবে নতুন অসুখ!

সোনালীনিউজ ডেস্ক
জিনিসটার নামের সঙ্গে স্মার্ট শব্দটা জুড়ে আছে ঠিকই! কিন্তু মুশকিল হল, দিব্যি স্মার্ট ভাবেই এই ফোন আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে একটা নতুন অসুখ। আর, কে না জানে, কোনও অসুখই স্মার্ট ব্যাপার নয়!
এই ফোন আমাদের মধ্যে যে অসুখটা ছড়িয়ে দিচ্ছে, তাকে বলা হচ্ছে 'স্মার্টফোন পিঙ্কি'! পিঙ্কি মানে, কড়ে আঙুল। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কোন সমস্যায় ফেলছে আমাদের কড়ে আঙুলকে?
শুনতে অবাক লাগলেও, লাগাতার স্মার্টফোনের ব্যবহার বেঁকিয়ে দিচ্ছে আমাদের কড়ে আঙুল।
আসলে, যত বেশি এক হাতে ফোনটাকে ধরে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে, ততই চাপ পড়ছে কড়ে আঙুল আর তার পাশের আঙুলের মাঝে। ফলে, সেই চাপে কড়ে আঙুল বেঁকে যাচ্ছে।
সমীক্ষা বলছে, যাঁরা দিনে প্রায় ৬ ঘণ্টা ঘরে নিজেদের ব্যস্ত রাখেন স্মার্টফোন নিয়ে, তাঁদেরই এই অসুখ বেশি হচ্ছে!
বলাই বাহুল্য, যত বেশি ব্যবহার বাড়বে, আঙুলও তত বেঁকে যাবে!
অবাক হলে উপরের ওই টুইটটা দেখুন! লোকেরা নিজেরাই বলছেন, এসব তাঁদের সঙ্গে হচ্ছে কি না!  সূত্র: সংবাদ প্রতিদিন

Wordbridge School
Link copied!