• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালাহকে বছরের সেরা আবিস্কার বলছেন রোনালদো


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০১৮, ১২:৩৭ পিএম
সালাহকে বছরের সেরা আবিস্কার বলছেন রোনালদো

ঢাকা : তাঁকে বলা হয়ে থাকে মিশরের মেসি। লিভারপুলের হয়ে যা করেছেন মোহামেদ সালাহ তা অবিশ্বাস্য। গোটা ফুটবল দুনিয়া সালাহতে মজেছেন। মুগ্ধ হয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। তিনি মনে করেন, রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর বনাম পর্তুগাল হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। তাঁর ইঙ্গিত, সালাহ খেললেই একমাত্র সেটা হতে পারে।

শুধু তাই নয়, রোনালদো আরো এক ধাপ এগিয়ে জানিয়েছেন, রাশিয়ায় সালাহ স্বমহিমায় থাকলে আগামী দিনে তাঁর এবং লিওনেল মেসির ব্যালন ডি’অর জেতার ব্যাপারে একাধিপত্যও শেষ হয়ে যেতে পারে। রোনালদো বলেন,‘ সন্দেহ নেই, মোহামেদ সালাহ বছরের সেরা আবিষ্কার। আশা করি কিয়েভে ফাইনালে চোটটা বিশ্বকাপে ওর খেলায় বাধা হয়ে দাঁড়াবে না।’ এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘অনেকেই বলেন, ব্যালন ডি’অরটা শুধু আমি বা মেসিই জিতব। কিন্তু এখন অনেকেই আমাদের চ্যালেঞ্জ জানাতে চলে এসেছে। সালাহ অবশ্যই তাদের একজন।’

শুক্রবার রাতে, পর্তুগাল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে স্পেনের বিরুদ্ধে। এই ম্যাচের ফল যাই হোক, রোনালদোদের নক আউট পর্যায়ে না যাওয়ার কোনো কারণ নেই। কারণ স্পেন বাদে গ্রুপে তাদের লড়াই মরক্কো আর ইরানের সঙ্গে।

এদিকে, স্পেনের তারকা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা বলেছেন, ‘পর্তুগাল এমনই একটা দল যারা কোনো ম্যাচ হারতে মাঠে নামে না। ওদের বিরুদ্ধে সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।’ রোনালদোকেক নিয়ে স্পেনের কিংবদন্তি ফুটবলারের মন্তব্য, ‘একজন সম্পূর্ণ ফুটবলার বলতে যা বোঝায়, রোনালদো হচ্ছে ঠিক তাই। ও যে কোনো সময়, যে কোনো দলকে বড় সমস্যায় ফেলে দিতে পারে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!