• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিআইপি হলেন ৫৬ উদ্যোক্তা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০৫:৪৭ পিএম
সিআইপি হলেন ৫৬ উদ্যোক্তা

ঢাকা: বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদানের’ স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের জন্য ৫৬ উদ্যোক্তাকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি (সিআইপি শিল্প) মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সিআইপিদের হাতে সিআইপি কার্ড ও ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিম।  

মনোনীত হওয়া এই সিআইপিরা এক বছরের জন্য একটি পরিচয়পত্র পেয়েছেন, যা দিয়ে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন।

শিল্পমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘দেশে বিএনপির জ্বালাও-পোড়াও ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিস্থিতি মোকাবেলা করেই আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনারা সঠিকভাবে এগিয়ে যাওয়ার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।’

‘তিনি বলেন, সরকার নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরির জন্য সব ধরণের সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ করছেন, সেখানে দেশীয় উদ্যোক্তারা সবার আগে স্থান পাবেন। এরপর বাকি জায়গা থাকলে তাতে বিদেশিদের সুযোগ দেয়া হবে।

আমির হোসে আমু বলেন, সরকার ‘পরিকল্পিতভাবে সম্পদের সঠিক ব্যবহার’ করায় বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশা করছি।

পাঁচ ক্যাটাগরিতে সিআইপি ৫৬ ব্যবসায়ী

বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪’ অনুযায়ী ২০১৬ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে ৫৬ ব্যবসায়ীকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি হিসেবে পদাধিকার বলে সিআইপি হয়েছেন ৮ জন।

পদাধিকার বলে সিআইপি হলেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ; বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ কে আজাদ; বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান; বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান; ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী; বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ; বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নুরুল গণি শোভন।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন ২০ জন

তার হলেন- বিএসআরএম স্টিলস লিমিটেডের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী; ইউনিভার্সেল জিন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন; বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান; এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা; বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন; জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম (নোমান); কসমোপলিটন ইন্ডাস্ট্রিজের পরিচালক তানভীর আহমেদ; আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোনেম; বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু নোমান হাওলাদার; পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি; ফারিহা নিট টেক্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভূঁইয়া; এম আর এস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুর রহমান; মেসার্স ভিয়েলাটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. রেজাউল হাসানাত; সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার; প্যাসিফিক জিন্স লিমিটেডের মনোনীত মালিক পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর; স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী; পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান; এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ; বাদশা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া ও মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সায়েম সোবহান।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!