• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিড়ি ব্যবহার স্মৃতিশক্তি বাড়ায়


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৬, ০৪:৫৫ পিএম
সিড়ি ব্যবহার স্মৃতিশক্তি বাড়ায়

সোনালীনিউজ ডেস্ক

সুস্থ থাকতে রোজ সিঁড়ি ব্যবহার বাড়ান। এমন কথা সব চিকিৎসকরাই বলে থাকেন। তবে জানেন কি শুধু শারীরিক সুস্থতা নয়, প্রতিদিনের এই অভ্যাস মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে? নতুন এক গবেষণা জানাচ্ছে, সিড়ি ব্যবহার রুখে দিতে পারে মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া।

কানাডার মন্ট্রিয়লে কনকর্ডিয়া ইউনিভার্সিটির গবেষক জেসন স্টেফনার জানাচ্ছেন, লিফটে যাতায়াতের অভ্যাস কমাতে এখন অফিসেই শুরু হয়েছে টেক দ্য স্টেয়ার ক্যাম্পেইন। দেখা গিয়েছে এর ফলে তাদের মস্তিষ্কের সচলতা বেড়েছে। বয়স্ক মানুষরা যারা স্মৃতিশক্তি কমে আসার সমস্যায় ভোগেন তাদের উপর এই গবেষণা চালানো যেতে পারে।

নিউরোবায়োলজি অফ এজিং জার্নালে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট বলছে, যে মানুষ জীবনে যত বেশি সিড়ি ব্যবহার করেন তাঁর মস্তিষ্কের বয়স তত কম থাকে। ১৯ থেকে ৭৯ বছর বয়সী ৩৩৫ জনের উপর এই গবেষণা চালিয়েছিল স্টেফনারের দল। এঁদের মস্তিষ্কের গ্রে ম্যাটারের পরিমাণ এবং বয়সের সঙ্গে সঙ্গে তা কমে আসা পর্যবেক্ষণে রাখেন স্টেফনারের দল। এরপর তাঁরা জীবনে কতগুলো সিড়ি ব্যবহার করেছেন তার সঙ্গে মিলিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তে আসেন তারা।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!