• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিভিতে যে ভুলগুলো হয় : ৩য় পর্ব


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০১৬, ০৪:৫৫ পিএম
সিভিতে যে ভুলগুলো হয় : ৩য় পর্ব

সোনালীনিউজ সেস্ক

চাকরির জন্য প্রথমেই প্রয়োজন একটি নির্ভুল জীবনবৃত্তান্ত বা সিভি। আমরা অনেকেই সিভিতে নানারকম ভুল করে থাকি। ফলে অনেক সাধের সোনার হরিণটা কেবলই হাতছাড়া হয়ে যায়। আসুন জেনে নেই কী সেই ভুলগুলো। সিভিতে ভুল নিয়ে আজ প্রকাশ হচ্ছে ৩য় পর্ব।

২১. অনভিজ্ঞরা সিভিতে ফুটিয়ে তুলতে পারেন না যে, তারাও কাজ করেছেন এবং কাজ জানেন। তারা জানেন না কীভাবে অভিজ্ঞতা লিখবেন।     
২২. শিকার করা, মাছ ধরা এই ধরনের উদ্ভট শখের কথা সিভিতে থাকা যাবে না যার সাথে কাজের কোন সম্পর্ক নেই।
২৩. সিভিতে অনেকে চাকরিরত কোম্পানির ইতিহাস লিখে ফেলেন। কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেন। যার দরকার তিনি জেনে নিবেন।
২৪. অনভিজ্ঞদের সিভিতে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ থাকতে হবে। চার বছরে এক বছর সকলে ছুটিই কাটান। কিছু না কিছু এই সময়ে করতে হবে।
২৫. ট্রেনিং না থাকাটা সিভির আরেকটি বড় দুর্বলতা। ট্রেনিং করুন। সিভি স্ট্রং হবে। তাতে কাজ হবে।
২৬. নিজের পেশাগত দক্ষতাগুলো ফুটিয়ে তুলতে না পারার কারণেও সিভি বাতিল হয়।
২৭. কোন কোন ক্ষেত্রে আপনি পারদর্শী এবং কোন কোন ক্ষেত্রে কাজ করতে চান উল্লেখ না করাও সিভির বড় ভুল।
২৮. ভুল তারিখ থাকা সিভির আরেকটি ভুল। অনেকে এক চাকরি থেকে অন্য চাকরিতে গিয়ে তারিখ লিখতে ভুল করেন। এই ভুল ধরা পড়লে সিভি বাদ হবে।
২৯. চাকরির গ্যাপ সিভি বাতিল হওয়ার বড় কারণ। চাকরিতে গ্যাপ পড়েছে হয়তো, কিন্তু কাজতো করেছেন। কী কী করেছেন গুছিয়ে লিখুন। কাজ দিয়ে গ্যাপ পুরা করে ফেলুন।
৩০. হয়তো বিক্রয়কর্মীর পদের জন্যে আবেদন করবেন। কিন্তু সিভির মধ্যে সাপ্লাই চেইন সম্পর্কে এতো কথা লেখা যে, সিভি বাছাইকারী দ্বিধায় পড়ে গেলেন। পরিণামে আপনার সিভিটি তিনি বাদ দিয়ে দিবেন।

লেখক: নিয়াজ আহমেদ, ট্রেইনার ও প্রফেশনাল সিভি রাইটার, চিফ নলেজ ডিস্ট্রিবিউটর, কর্পোরেট আস্ক বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!