• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিভিতে যে ভুলগুলো হয় : ৪র্থ পর্ব


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০১৬, ০৩:০০ পিএম
সিভিতে যে ভুলগুলো হয় : ৪র্থ পর্ব

সোনালীনিউজ ডেস্ক

চাকরির জন্য প্রথমেই প্রয়োজন একটি নির্ভুল জীবনবৃত্তান্ত বা সিভি। আমরা অনেকেই সিভিতে নানারকম ভুল করে থাকি। ফলে অনেক সাধের সোনার হরিণটা কেবলই হাতছাড়া হয়ে যায়। আসুন জেনে নেই কী সেই ভুলগুলো। সিভিতে ভুল নিয়ে আজ প্রকাশ হচ্ছে ৪র্থ পর্ব।

৩১. সিভির তথ্যগুলো পর্যায়ক্রমে না সাজালেও বাদ পড়ে যেতে পারে আপনার সিভিটি। ধরুন, আপনি বিবিএ পড়ার সময় ইন্টার্নশীপ করেছেন। তার মানে ইন্টার্নশীপটা বিবিএ পড়ার একটা পার্ট। তাই আগে থাকবে বিবিএ পড়ার তথ্য, এরপর আসবে ইন্টার্নশীপ।

৩২. একটি ছেলের ছবি সিভিতে যুক্ত থাকার পরেও সে যখন আলাদাভাবে লেখে যে তার সেক্স পুরুষ, সেটা খুব অদ্ভুত দেখায়।

৩৩. কত টাকা বেতন পান ও কত টাকা বেতন চান উল্লেখ করা সিভির আরেকটি ভুল। আগে যাচাই-বাছাই করতে হবে, সবশেষে আসবে মূল্য।
 
৩৪. থার্ড পার্সন ব্যবহার করে সিভি লিখবেন না। She, He এগুলো লিখবেন না। আপনি সিভিতে আপনাকে পরিচয় করাচ্ছেন। তাই সবকিছু ফাস্ট পার্সনে লিখুন।

৩৫. কেন আমি সেরা? কেন আমাকেই ডাকবেন ইন্টারভিউয়ের জন্য? এটা যদি সিভিতে ফুটে না ওঠে, আপনি ইন্টারভিউ কল পাবেন না। কীভাবে নিজেকে যোগ্যভাবে তুলে ধরতে হবে তার জন্য প্রস্তুতি নিন।  

৩৬. আত্মীয়-স্বজন, বেয়াই, কুটুম- এদেরকে সিভির রেফারেন্স বানাবেন না। সিভিতে দুইটি রেফারেন্স রাখুন যাদের সঙ্গে পড়াশোনার সময় অথবা কর্মক্ষেত্রে পরিচয় হয়েছে।

৩৭. যাকে রেফারেন্স বানাচ্ছেন, তাদের অনুমতি নিন ও তার ফোন নম্বর ও মেইল আইডি দিন।
      
৩৮. ভাষাগত দক্ষতা অংশে অনেকে টেবিল তৈরি করেন। এটা খুব বাজে লাগে দেখতে। আপনি বাংলা ও কাজ চালিয়ে নেয়ার মত ইংরেজি জানেন। এইটুক লিখলেই হবে।

৩৯. এমন কোনো কম্পিউটার স্কিল দিবেন না, যা আপনি জানেন না। এমন কোনো সফটওয়্যার স্কিল দিবেন না, যা আপনি জানেন না।

৪০. সবশেষে স্বাক্ষর দিন যাতে বোঝা যায় সিভিটি আপনার। যেদিন সিভিটি পাঠাচ্ছেন, ওইদিনের তারিখ দিন।

লেখক: নিয়াজ আহমেদ, ট্রেইনার ও প্রফেশনাল সিভি রাইটার, চিফ নলেজ ডিস্ট্রিবিউটর, কর্পোরেট আস্ক বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!