• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ার রকেট হামলা নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক জুন ৫, ২০১৬, ০৭:১৫ পিএম
সিরিয়ার রকেট হামলা নিহত ৪০

সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আলেপ্পোয় শনিবারের রকেট হামলায় একশ’রও বেশি মানুষ আহত হয়েছে। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা ফ্রন্ট এ হামলা চালিয়েছে। রাশিয়ার গণমাধ্যমগুলো এ হামলার খবর দিয়েছে।

র”শ প্রতিনিধি জানান, আন-নুসরা ফ্রন্টের সশস্ত্র ইউনিট আলেপ্পোর শেখ মাকসুদ, আল-মুহাফাজ, আজ-যাহরা এবং আন-নাইরাব এলাকায় ভয়াবহ হামলা চালায়। এছাড়া, হান্দ্রাত শহরে এ সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে শেখ মাকসুদ এলাকায় সন্ত্রাসীদের রকেট হামলায় একটি থানা এবং কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়।

র”শ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বলা হয়েছে- এক হাজারের বেশি সন্ত্রাসী আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে সিরিয়ার সেনা অবস্থানে হামলা শুর” করেছে। সিরিয়ার কথিত মধ্যপন্থি গেরিলারা যে এলাকায় অবস্থান করছে সেখান থেকে এ হামলা চালানো হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!