• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় স্কুলে বিমান হামলা : শিক্ষার্থীসহ নিহত ৯


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৬, ০৭:৩৯ পিএম
সিরিয়ায় স্কুলে বিমান হামলা : শিক্ষার্থীসহ নিহত ৯

সোনালীনিউজ ডেস্ক

সিরিয়ার আলেপ্পো রুশ বিমান হামলায় এক স্কুলের অন্তত আট​ শিশু শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে অনন্ত আরও ২০ জন।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে ওই মানবাধিকার সংস্হাটি এ তথ্য জানায় বলে  সোমবার এএফপি’র খবরে বলা হয়।

ওই মানবাধিকার সংস্হার বরাত দিয়ে এএফপি আরও জানায়, আলেপ্পোর  উত্তরাঞ্চলীয় এই প্রদেশটিতে গত রোববার থেকে সরকার সমর্থিত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক বিমান হামলা ও সংঘর্ষ চলছে।সরকারের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পো শহরে বিদ্রোহীদের ছোড়া রকেটের আঘাতে তিন শিশু প্রাণ হারায়।
২০১২ সালের মধ্যভাগ থেকে আলেপ্পো শহরের পশ্চিমভা​গ সরকারের নিয়ন্ত্রণে আর পূর্ব ভাগ বিদ্রোহীদের দখলে।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র দেশ রাশিয়া গত ৩০ সেপ্টেম্বর থেকে বাশারবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও জঙ্গিদের অবস্থানে পৃথকভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সংগঠনটি জানায়, গত ডিসেম্বরে ​রাশিয়ান বিমান হামলায় ২৩ শ’র বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে ৭৯২জনই সাধারণ মানুষ।

 

Wordbridge School
Link copied!