• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরাটা দিতে চান সোহান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৬, ০২:৪৪ পিএম
সেরাটা দিতে চান সোহান

স্পোর্টস রিপোর্টার
খুলনার ছেলে নুরুল হাসান সোহান। এবারই প্রথম ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজই হচ্ছে তার ঘরের মাঠ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টি-২০ সিরিজে খেলার সুযোগ পেলে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার দুপুরে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সোহান সাংবাদিকদের কাছে নিজের এ স্বপ্নের কথা উল্লেখ করেন। সোহান বলেন, ঘরের মাঠে ভালো অনুশীলন করছি। কিপিং ও ব্যাটিং অনুশীলন করছি। ভালো লাগছে। ঘরের মাঠ বলে আলাদা কিছু নেই। তবে এটি কিছুটা লাকি ভেন্যু। ম্যাচে সুযোগ পেলে যতটুকু পারি টিমের জন্য খেলার চেষ্টা করবো।’
দলে নিজের বিশেষ কোনো ভুমিকায় গুরুত্ব দিচ্ছেন না। দলের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত উল্লেখ করে সোহান বলেন, ‘টিমের প্রয়োজনে যে কোন জায়গাতে ব্যাটিং, ফিন্ডিং বা কিপিং করতে আমার কোনো সমস্যা নাই। আমি প্রধানত কিপিংটা এনজয় করি। সেই সঙ্গে ব্যাটিংয়ের দুর্বল পয়েন্ট রয়েছে সেখানে কাজ করছি। সামনের সিরিজের দিকে লক্ষ্য থাকবে। আসলে টি-২০ খেলতে গেলে টিম অনুযায়ী আমাদের ভালো করতে হবে।’
সাকিব-মুশফিকদের মতো সিনিয়ররা সহযোগিতা করছেন উল্লেখ করে সোহান বলেন, ‘ড্রেসিংরুমে সিনিয়র যারা রয়েছেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ ভাই তারা নূতন হিসেবে আমাকে সাপোর্ট করছেন। আন্তর্জাতিক ক্রিকেটের টেম্পারম্যান্ট ও চাপটা কিভাবে সামলে নিতে হয় এসব বিষয়ে সিনিয়রা আমাকে সহায়তা করছেন।’
সোনালীনিউজ/ঢাকা/তা

Wordbridge School
Link copied!