• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেরাদের মধ্যে আছেন তামিম, নেই রাজ্জাক


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০১:০৭ পিএম
সেরাদের মধ্যে আছেন তামিম, নেই রাজ্জাক

ঢাকা: সামনের কয়েকদিন ক্রিকেটপ্রেমীরা মজে থাকবেন এশিয়া কাপ নিয়ে। শনিবার উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে দেখে নেওয়া যাক এশিয়া কাপে সেরাদের পরিসংখ্যান।

ব্যাটিং
রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচ

১. তামিম ইকবাল: ১২ ম্যাচে ৫১৭ রান, ফিফটি ৬টি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৭০।
২. মুশফিকুর রহিম: ১৬ ম্যাচে ৩৯৭ রান, ফিফটি ১টি, সেঞ্চুরি ১টি, সর্বোচ্চ ১১৭ রান।
৩. আতহার আলি খান: ১১ ম্যাচে ৩৬৮ রান, ফিফটি ২টি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৮২।
৪. সাকিব আল হাসান: ৯ ম্যাচে ৩৫৩ রান, ফিফটি ৩টি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৬৮।
৫. আকরাম খান: ১৩ ম্যাচে ২৪৫ রান, ফিফটি ২টি, সর্বোচ্চ ৬৪।

বোলিং
উইকেট শিকারির তালিকায় শীর্ষ পাঁচ

১. আব্দুর রাজ্জাক: ১৮ ম্যাচে ২২ উইকেট, ইনিংসে সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।
২. মাশরাফি বিন মর্তুজা: ১৩ ম্যাচে ১২ উইকেট, ইনিংসে সেরা বোলিং ৩৭ রানে ২ উইকেট।
৩. সাকিব আল হাসান: ৯ ম্যাচে ১২ উইকেট, ইনিংসে সেরা বোলিং ৩৯ রানে উইকেট।
৪. শাহাদাৎ হোসেন: ৯ ম্যাচে ১০ উইকেট, ইনিংসে সেরা বোলিং ৫৩ রানে ৩ উইকেট।
৫. মোহাম্মদ রফিক: ৮ ম্যাচে ৮ উইকেট, ইনিংসে সেরা বোলিং ২১ রানে ২ দুই উইকেট।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!