• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মুগুরুজা


স্পোর্টস ডেস্ক জুন ৪, ২০১৬, ১০:৪৭ পিএম
সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মুগুরুজা

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে পারলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রের এই তারকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন স্পেনের তারকা গাবরাইন মুগুরুজা।

শনিবার ফাইনাল ম্যাচে সহজেই পরাস্ত হলেন সেরেনা। সেমিফাইনালে ৫৮তম বাছাই বার্টেনসের বিপক্ষে অনেক কষ্টে জিতছিলেন। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে চার নম্বর বাছাইয়ের কাছে ৭-৫ ও ৬-৪ সেটে হারতে হলো শীর্ষ বাছাইকে।

ওপেন-যুগে স্টেফি গ্লাফের ২২টি প্রধান চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড আছে। সমান সংখ্যক শিরোপা জয়ের সুযোগ এসেছিল সেরেনার সামনে। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি উইলিয়ামস পরিবারের ছোট কন্যা। সর্বোচ্চ ২৪টি শিরোপা জিতে শীর্ষে আছেন মার্গারেট কোর্ট।

এদিকে ১৯৯৮ সালের পর প্রথম কোনো স্প্যানিশ হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড গড়লেন মুগুরুজা। সর্বশেষে সানচেজ ভিসারিও প্যারিসে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!