• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেলফি তুলে চাকরি হারালো মহিলা পুলিশ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৬, ১০:০৩ এএম
সেলফি তুলে চাকরি হারালো মহিলা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

সেলফি জ্বরে যখন গোটা পৃথিবী ভুগছে, তখন সেই সেলফি তুলেই চাকরি হারালেন এক মহিলা পুলিশ। অবাক করা তথ্য মনে হলেও, এমন ঘটনা ঘটেছে মেক্সিকোতে। চাকরি হারানো এই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, দায়িত্বরত অবস্থায় তিনি সেলফি তুলেছিলেন; তাও আবার নগ্ন বুকের। 

ভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সম্প্রতি পুলিশের পোশাক পরিহিতা এক মহিলা শরীরের উর্ধাঙ্গ উন্মুক্ত করে সেলফি তুলেছিলেন। তিনি দুই সন্তানের জননী। নাম নিদিয়া। উন্মুক্ত বুকের সেই সেলফি পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তারপরই নিদিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। যদিও এ ঘটনার জন্য নিদিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কর্তৃপক্ষ তার শাস্তি বহাল রেখেছে।   

এখন অবশ্য নিদিয়া প্রশ্ন তুলেছেন, তিনি কর্তব্যরত অবস্থায় সেলফি তোলেননি। এমনকী বন্দুক হাতে পুলিশি ভঙ্গিমাতেও সেলফি তোলেননি। তাহলে কেন তাকে শাস্তি পেতে হচ্ছে? অবশ্য এত কিছু থাকতে কেন তিনি নগ্ন বুকের সেলফি তুললেন এর উত্তর জানাননি।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!