• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, গ্রেফতার ২৯ হাজার প্রবাস


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৬, ০৬:৪২ পিএম
সৌদি আরবে অবৈধভাবে বসবাস, গ্রেফতার ২৯ হাজার প্রবাস

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বিভিন্ন স্থানে চালানো সাম্প্রতিক অভিযানে ২৯ হাজার ২৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাসের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় বুধবার সৌদি কর্তৃপক্ষ এ হিসাব প্রকাশ করে।

অভিযানের বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা আরব নিউজকে বলেন, সরকারের শ্রম, বাণিজ্য ও শিল্প বিভাগের কর্মকর্তা, রিয়াদ নগর কর্তৃপক্ষ, দাম্মাম, আলখোবার শহরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বসবাসের অনুমতি নেই এমন ব্যক্তি। যাঁদের আকামা (কাজের অনুমতি) নেই, যাঁরা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন, তাঁদেরও গ্রেফতার করা হয়। এ ছাড়া বিভিন্ন জনাকীর্ণ বিপণিবিতানের পাশে বেশ কিছু হকারকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরো অভিযানের সময় অবৈধ শ্রমিক আছেন, এমন এলাকা ঘিরে ফেলা হয়।

সৌদি আরবের একজন কর্মকর্তা জানান, দেশটিতে অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। তাদের খুঁজে বের করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!