• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০১৬, ১০:০১ পিএম
সৌদি আরবে বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

সোনালীনিউজ ডেস্ক

সৌদি আরবের তাবুক প্রদেশে কামরুল হাসান (২৮) নামের এক বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাবুকের মুনতাজা এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে হামরা থানার পুলিশ।

নিহত কামরুল হাসানের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মুকাম ইউনিয়নে।

কামরুল হাসানের চাচাতো ভাই আজহারুল ইসলাম আজাদ জানান, কামরুল ১৩ বছর ধরে সৌদি আরবে আছেন। এতদিন দেশে যাননি। দু-চারদিনের মধ্যে তাঁর দেশে যাওয়ার কথা ছিল। বিয়ে করবেন বলে স্বর্ণালংকারসহ বিভিন্ন কেনাকাটা করেন। আজ তাঁর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

আজাদের মতে, দেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে কামরুলের বাসায় তাঁর জমানো টাকা ও স্বর্ণালংকারের জন্য কেউ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। বর্তমানে তাঁর লাশ তাবুকের কিং খালেদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে জানানো হয়েছে। তাঁরা তাবুকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসাইন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!