• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্তনে ক্যান্সার ছাড়াও হতে পারে আরও মারাত্মক কিছু


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০১৬, ০১:৩১ পিএম
স্তনে ক্যান্সার ছাড়াও হতে পারে আরও মারাত্মক কিছু

সোনালীনিউজ ডেস্ক

স্তনে অল্প অল্প ব্যাথা, টিউমারের মতো শক্ত কিছু অনুভব করা আবার কখনও স্তন থেকে পূজের মতো জিনিস বার হতে থাকা। এগুলো স্তন ক্যান্সার লক্ষণ। যা এখন মহিলাদের মধ্যে ছোয়াছে রোগের মতো ছেয়ে গেছে। কিন্তু এই সব লক্ষণ মানেই আর ক্যান্সার নয়, হতে পারে তার থেকেও ভয়ঙ্কর কোনও সংক্রমণ।

বেশ কিছুদিন ধরে কিছু মহিলা স্তনে ক্যান্সারের মতো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন। স্তনে টিউমার, ব্যাথা, তার থেকে পুজ নির্গত হওয়া এই সব ক্যান্সারের মতো লক্ষণ থাকলেও পরীক্ষা করে দেখা যায় এই সংক্রমণ ক্যান্সারের নয়। কিন্তু তা ক্যান্সারের মতোই মারাত্মক। অনেকের ক্ষেত্রেই অস্ত্রোপচার করে স্তন বাদ দিতে হচ্ছে।

আগে এই ধরণের সংক্রমণ দেখা গেছে, তবে খুবই কম। এবং মূলত ৪০ বছরের বেশি মহিলাদের বা যারা শিশুদের স্তন পান করান তাদেরই দেখা গেছে। কিন্তু এখন এই সমস্যা বাড়ছে। ২০-২১ বছরের মেয়েদেরও দেখা যাচ্ছে। এমনকি স্তন পান করান না এমন মহিলারাও এই সংক্রমণে আক্রান্ত। এসবের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল ডাক্তাররা বুঝে উঠতে পারছেন না ক্যান্সার ছাড়া এই সংক্রমণ কিভাবে হচ্ছে। আক্রান্তের সংখ্যাটা বাড়তে থাকায় চিন্তায় পড়েছেন চিকিৎসকরা।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!