• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পেন প্রবাসীর লাশ ফিরলো ২৪দিন পর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৬, ০৭:৫৪ পিএম
স্পেন প্রবাসীর লাশ ফিরলো ২৪দিন পর

মাদারীপুর প্রতিনিধি

বিদেশ থেকে লাশ হয়ে বাড়ি ফিরলো মাদারীপুর জেলার শিবচরের স্পেন প্রবাসী আসাদ মাতুব্বর(২৩)। তিনি মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকার হাসেম মাতুব্বর ছোট ছেলে।

দীর্ঘ আট বছর ধরে তিনি স্পেনে একটি ফলের দোকানে কর্মরত ছিলেন। গত ২৫ জানুয়ারি দেশে আসার জন্য টিকিট কাটেন। এরপর শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে ওই যাত্রায় দেশে আসা বন্ধ হয়। এরপর গত ২ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলনায় নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে অন্যান্যসহ কর্মীরা।

শুক্রবার বিকেলে নিহত আসাদের লাশ নিয়ে আসা হয় নিজ গ্রামে। লাশ পৌঁছার পরে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় গ্রামে। আশপাশ গ্রামের অসংখ্য মানুষ গিয়ে ভিড় জমায়।

পারিবারিক সূত্র জানায়, এ মাসেই দেশে এসে বাড়ি করার কথা ছিল আসাদের। প্রতি মাসে আয় করতেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। বাড়িতে পাঠাতেন ৫০ হাজার টাকা করে। বাড়ি করার পরে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।

নিহতের মা আনোয়ারা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ও মারা যাওয়ার আগের রাতেও ফোনে আমার সাথে কথা হয়। তখন আসাদ দেশে আসার কথা বলে। আমি আসাদকে তাড়াতাড়ি দেশে চলে আসতে বলি।’

আসাদের বড় ভাই বাবুল মাতুব্বর বলেন, ‘আসাদ দেশে আসার জন্য গত ২৫ জানুয়ারি টিকিটও কেটেছিল। শরীর অসুস্থ থাকায় ওই সময় দেশে আসতে পারেনি।’

প্রতিবেশী ইকবাল হোসেন বলেন, ‘আমরা হতবাক হয়ে যাই আসাদের মৃত্যুর খবর শুনে। ও আত্মহত্যা করার মতো ছেলে না। এলাকায় খুবই ভালো ছেলে বলে সবাই ওকে চেনে। ওর অস্বাভাবিক মৃত্যু কেউ মানতে পারছে না।’

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!