• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে গুগল ডুডল


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০১৬, ০৭:২৩ পিএম
স্বাধীনতা দিবসে গুগল ডুডল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে লাল ও সবুজ রঙে গুগল শব্দটি লেখা।

ইংরেজি গুগল (Google) শব্দের তৃতীয় বর্ণ ‘o’-এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দেখানো হচ্ছে। অন্য পাঁচটি বর্ণে চারপাশ লাল রং দিয়ে ঘেরা। বর্ণগুলোয় সাদা ও সবুজের মিশ্রণ রয়েছে। এগুলোর চারপাশে আবার সবুজ রং দেখানো হচ্ছে।

এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে ডুডল দেখায় গুগল কর্তৃপক্ষ।

ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটি হোমপেজে ডুডল প্রদর্শন করা হয়। আর ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শনের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!