• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা পুরস্কারে যুক্ত হলেন নির্মলেন্দু গুণ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০১৬, ০৪:৩১ পিএম
স্বাধীনতা পুরস্কারে যুক্ত হলেন নির্মলেন্দু গুণ

সাহিত্য ডেস্ক

‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’- কবি নির্মলেন্দু গুণের একটি বিখ্যাত কবিতা। ‘কাশবনের কবি’ খ্যাত নির্মলেন্দু গুণের স্বীকৃতির ভাণ্ডারে জমা হলো আরেকটি পদক। আর সেটা রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা হিসেবে খ্যাত ‘স্বাধীনতা পুরস্কার’।

জানা গেছে, কবি নির্মলেন্দু গুণকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেয়া হচ্ছে।

রোববার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্মলেন্দু গুণকেও এবার স্বাধীনতা পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরআগে ১৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তাদের সঙ্গে নির্মলেন্দু গুণকেও পদক দেয়া হবে।’

এ বছর স্বাধীনতা পদকের জন্য গত ৭ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রয়াত বিজ্ঞানী মাকসুদুল আলম, রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ ১৪ বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ নৌবাহিনীর নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!