• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বামী হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর ফাঁসির আদেশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০১৬, ০২:৫০ এএম
স্বামী হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর ফাঁসির আদেশ

সোনালীনিউজ ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীচরের বাসিন্দা মোশারফকে হত্যার দায়ে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্তি মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- নিহত মোশারফের স্ত্রী তাসলিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক রাসেল। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার নথি সুত্রে জানা গেছে, রাজধানীর কামরাঙ্গীর চর থানা এলাকার আশরাফাবাদ মধ্য ইসলামনগর ডোবারপাড়ায় ২০০৭ সালের ১৩ অক্টোবর হত্যার উদ্দেশ্যে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাসলিমা তার স্বামী মোশাররফকে খাওয়ায়। পরে ওই খাবার খেয়ে মোশাররফ ঘুমিয়ে পড়লে প্রেমিক রাসেলকে সঙ্গে নিয়ে তাসলিমা খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে খাটের নিচে পুঁতে রাখেন। ওই ঘটনায় নিহতের বড়ভাই আব্দুল জলিল বাদী হয়ে কামরাঙ্গীর চর থানায় ওই বছর ১৩ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!