• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে ঝরলো নকুল কুমারের ২ সহশিল্পীর প্রাণ


ফরিদপুর প্রতিনিধি জানুয়ারি ১২, ২০১৮, ০৫:০৫ পিএম
সড়কে ঝরলো নকুল কুমারের ২ সহশিল্পীর প্রাণ

ফরিদপুর: ভারতে গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস দুঘর্টনায় জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহশিল্পী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো দুইজন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজীমনগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো - নকল কুমারের সংগীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) ও মোশাররফ হোসেন (৩৭)। এছাড়া আহতরা হলেঅ- দীপক ও নিমাই। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্য দীপকের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতালের চিকিৎসক অর্জুন কুমার।

নকুল কুমার বিশ্বাসের সহশিল্পীরা জানিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি ভারতে আরেকটি অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য নকুল কুমার সেখানে থেকে যান। সেটি শেষ করে তিনি দেশে ফিরবেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজ হোসেন জানান, সম্প্রতি নকুল কুমারসহ কয়েকজন শিল্পী নিয়ে গানের অনুষ্ঠান করতে ভারতে যান। সেখানে অনুষ্ঠান শেষে শুক্রবার (১২ জানুয়ারি) বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকায় ফেরার পথে ভাঙ্গার সূর্যনগরে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

এদে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে এ সময় শিল্পী নকুল কুমার বিশ্বাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে ছিলেন না।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!