• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ-সিলেট রুটে চার দিন পর বাস চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৬, ১০:২৬ এএম
হবিগঞ্জ-সিলেট রুটে চার দিন পর বাস চলাচল শুরু

সিলেট প্রতিনিধি

সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জ-সিলেট রুটে চার দিন পর আজ সোমবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। এর আগে হবিগঞ্জের শ্রমিকদের নির্যাতনের ঘটনার নিষ্পত্তি করা হয়।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বৈঠক করেন। এতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় হবিগঞ্জ থেকে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলীসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় শ্রমিকদের মারধরের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আহত এবং পরিবহন ভাঙচুরের ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। এ নিয়ে আগামী ২৬ এপ্রিল আবারও সভা ডাকা হয়।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী এ তথ্য নিশ্চিত করেন।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!