• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হরতালের কোনো প্রভাব নেই রাবি শিক্ষা কার্যক্রমে


রাবি প্রতিনিধি অক্টোবর ১২, ২০১৭, ০৩:০৬ পিএম
হরতালের কোনো প্রভাব নেই রাবি শিক্ষা কার্যক্রমে

রাবি: জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ডাকা দিনব্যাপী হরতালে কোনো প্রভাব পড়েনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা কার্যক্রমে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথারীতি বাস চলছে সব রুটে। সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জামায়াত-শিবিরের কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

এদিকে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে সমাবেশে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন জামাত-শিবির কুচক্রী মহল দেশকে পেছনে ফেলার ষড়যন্ত্র করছে। তারা হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে।

এ সময় হরতালবিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাদ্দাম হোসেন, কাজী আমিনুল হক লিংকন, মাহফুজ আল আমিন, মিজানুর রহমান সিনহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপম, কে এম সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, চঞ্চল কুমার অর্ক, হাসান লাবন, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। এ সময় তারা হরতালবিরোধী নানা রকম স্লোগান দেয়।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাবি সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছি। আমাদের জানা মতে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!