• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাথুরুকে কৃতিত্ব দিচ্ছেন হেরাথ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৯:০০ পিএম
হাথুরুকে কৃতিত্ব দিচ্ছেন হেরাথ

ফাইল ছবি

ঢাকা: প্রথম দায়িত্ব নিয়েই ত্রিদেশীয় সিরিজে  চ্যাম্পিয়ন হলেন। চন্ডিকা হাথুরুসিংহে জিতলেন টেস্ট সিরিজও। ঢাকা টেস্টে আড়াই দিনেই বাংলাদেশকে পর্যদস্তু করেছে শ্রীলঙ্কা। মাহমুদউল্লাহরা হেরে গেছে ২১৫ রানের বিশাল ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এর জন্য বড়  ধন্যবাদটা রঙ্গনা হেরাথ দিলেন নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তিনি বলে গেলেন, ‘সে (হাথুরু) সবসময়ই দলের মধ্যে ভালো পরিবেশ এনে দেওয়ার চেষ্টা করে থাকে। ইতিবাচক থাকা এবং যে কোনও পরিস্থিতি মোকাবেলা করাই আমাদের কাছে তার প্রত্যাশা।’

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছেন হেরাথ। এতে একটা কীর্তিও হয়ে গেছে তাঁর। ৩৯ বছর বয়সী এই স্পিনার টেস্ট ইতিহাসে এখন সবচেয়ে সফল বাঁহাতী বোলার। ওয়াসিম আকরামকে টপকে হেরাথ ৪১৯ উইকেটের মালিক হয়েছেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে রোমাঞ্চিত তিনি।

তবে বছর দুয়েক হলো বাংলাদেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যা পারেনি সেটাই করে দেখাল হাথুরুর শীষ্যরা। এ জন্য হেরাথ সব কৃতিত্ব দিচ্ছেন কোচসহ অন্যদের,‘ নেপথ্যের সবারই এই কৃতিত্ব প্রাপ্য। বিশেষ করে সাপোর্ট স্টাফ  ও হেড কোচ। আমি তাকে (হাথুরু) গত ১৫-১৬ বছর ধরে জানি। তাঁর জ্ঞান ভালো এবং আশেপাশের সবার মধ্যে  ছড়িয়ে দিতে জানেন।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!